এটি একটি সহজ ও প্রাথমিক ইলেকট্রনিক্স সার্কিট ইলেক্ট্রনিক্সের যেকোন কাজ করতে গেলে পাওয়ার সাপ্লাই এর প্রয়োজন হয়। তাই আমরা প্রথম এই সার্কিট বানানোর মাধ্যমেই কাজ শুরু করব।
প্রয়োজনীয় যন্ত্রপাতিঃ
1. 12V/2A Transformer 1Pcs Tk. 120-150
2. Diode 1N4007 4Pcs Tk. 8
3.Capacitor 1000uF/35V 1Pcs Tk. 20
4. Resistor 1KOhm 1Pcs Tk. 1
5. LED Red/Green 1Pcs Tk. 2
6. IC LM7805 1Pcs Tk. 15
7. Varo Board 1/4 Pcs Tk. 30(1Pcs)
8. 2Pin Power Cord 1Pcs Tk. 20
9. Some wire
যদি প্রজেক্ট বোর্ড থাকে তাহলে আগে তাতে উপরের সার্কিট অনুসারে কম্পোনেন্টস বসিয়ে বানাও। তার পর ভ্যারোবোর্ড এ তৈরি কর। 7805 IC টির গায়ের লিখা তোমার দিকে থাকা অবস্থায় বামদিকের প্রথম পা টি এক নম্বর পিন তার পর দুই তার পর তিন। Capacitor এর গাঁয়ে একদিকে সাদা রং এর -(মাইনাস) চিনহ দেয়া থাকে। LED এর বড় পা টি পজিটিভ(+) মানে রেজিস্টরের সাথে আর ছোট টি নেগেটিভ(-) এর সাথে যুক্ত করতে হবে।
ঊপরের সার্কিট এ Diode গুলি Rectifier এর কাজ করে। মানে AC থেকে Pulse sating DC তে রূপান্তর করে। আর Capacitor টি Filter করে Pulse sating DC হতে Pure DC তে রূপান্তর করে
LED টি সার্কিটে পাওয়ার আছে কিনা তা বুঝার জন্য দেয়া হয়েছে। 7805 IC টি একটি Voltage Regulator IC এটির Input এ 6-25V দিলে Output এ সবসময় 5V পাওয়া যায়।
আর একটি কথা Transformer এর নিচের তার টি কাটবেনা(নতুন Transformer এ ৩ টি তার থাকে তার মধ্যে থেকে যেকোন পাশের দুইটি তার এই সার্কিটে ব্যবহার করতে হয়।) টেপ দিয়ে আটকিয়ে রাখবে। পরে ৩য় তার টি আমাদের কাজে লাগবে।
তোমরা কিছু লিখতে চাইলে কমেন্টস লিখার Tutorial টি দেখ।
প্রয়োজনীয় যন্ত্রপাতিঃ
1. 12V/2A Transformer 1Pcs Tk. 120-150
2. Diode 1N4007 4Pcs Tk. 8
3.Capacitor 1000uF/35V 1Pcs Tk. 20
4. Resistor 1KOhm 1Pcs Tk. 1
5. LED Red/Green 1Pcs Tk. 2
6. IC LM7805 1Pcs Tk. 15
7. Varo Board 1/4 Pcs Tk. 30(1Pcs)
8. 2Pin Power Cord 1Pcs Tk. 20
9. Some wire
যদি প্রজেক্ট বোর্ড থাকে তাহলে আগে তাতে উপরের সার্কিট অনুসারে কম্পোনেন্টস বসিয়ে বানাও। তার পর ভ্যারোবোর্ড এ তৈরি কর। 7805 IC টির গায়ের লিখা তোমার দিকে থাকা অবস্থায় বামদিকের প্রথম পা টি এক নম্বর পিন তার পর দুই তার পর তিন। Capacitor এর গাঁয়ে একদিকে সাদা রং এর -(মাইনাস) চিনহ দেয়া থাকে। LED এর বড় পা টি পজিটিভ(+) মানে রেজিস্টরের সাথে আর ছোট টি নেগেটিভ(-) এর সাথে যুক্ত করতে হবে।
ঊপরের সার্কিট এ Diode গুলি Rectifier এর কাজ করে। মানে AC থেকে Pulse sating DC তে রূপান্তর করে। আর Capacitor টি Filter করে Pulse sating DC হতে Pure DC তে রূপান্তর করে
LED টি সার্কিটে পাওয়ার আছে কিনা তা বুঝার জন্য দেয়া হয়েছে। 7805 IC টি একটি Voltage Regulator IC এটির Input এ 6-25V দিলে Output এ সবসময় 5V পাওয়া যায়।
আর একটি কথা Transformer এর নিচের তার টি কাটবেনা(নতুন Transformer এ ৩ টি তার থাকে তার মধ্যে থেকে যেকোন পাশের দুইটি তার এই সার্কিটে ব্যবহার করতে হয়।) টেপ দিয়ে আটকিয়ে রাখবে। পরে ৩য় তার টি আমাদের কাজে লাগবে।
তোমরা কিছু লিখতে চাইলে কমেন্টস লিখার Tutorial টি দেখ।
3 comments:
Ka ka aita bananor chasta kortaso amaka janio
sir kivabe blog accaunt kula jay?
Please sir amake ektu janan.
জিমেইল আইডি থাকলে ই ব্লগ খোলা যায়। www.blogger.com/home এ লগইন করে নুতন ব্লগ শুরু করতে পারবে।
Post a Comment