আজকে আমি এমন একটি সার্কিট দেখাব যা তোমরা বিভিন্ন দোকানে বা রেস্টুরেন্টে দেখে থাকবে।
হাঁ এটা হল এলইডি এর মাধ্যমে একটি লিখাকে এনিমেশন করে দেখানো। চল একটি ছবি দেখি তাহলে বুঝতে পারবে আমরা কি বানাতে চাই।
হাঁ এটা হল এলইডি এর মাধ্যমে একটি লিখাকে এনিমেশন করে দেখানো। চল একটি ছবি দেখি তাহলে বুঝতে পারবে আমরা কি বানাতে চাই।
এখন নিশ্চই বুঝতে পেরেছ। অনেক দোকানের সামনে এই রকম ডিসপ্লে থাকে এবং এর মাঝের লিখাটি জ্বলে নিভে আর চারদিকের এলইডি গুলি গোরতে থাকে। তোমার নাম লিখে যদি এইভাবে এনিমেশন করা যায় তা হলে অবশ্যই অনেক মজা হবে।
এই কাজটি করার জন্য আমাদের দুটি সার্কিট লাগবে। এবং আমরা আজকে মাঝের লিখাটা কিভাবে অন-অফ করব তা শিখব। এবং আগামী পর্বে চারিদিকের নীল এলইডির এনিমেশন শিখব। এখন দেখি আমাদের কিকি লাগবে।
প্রয়োজনীয় যন্ত্রপাতিঃ
১। সবুজ বা লাল এলইডি তোমার নাম লিখতে যত গুলি লাগে।
২। 5V এর পাওয়ার সাপ্লাই ১টি।
৩। ক্লক জেনারেটর সার্কিট ১টি।
৪। Q1-BD135 Transistor ১টি।
৫। RV1-103/10K Variable Resistor ১টি।
৬। R1-100K/47K/10K/1K Resistor ১টি।
সার্কিট ডায়াগ্রামঃ
১। প্রথমে, তোমার নাম কম্পিউটারে লিখে বড় করে প্রিন্ট করে নিতে হবে। তার পর পিভিসি বোর্ড মাপ মত কেটে নিয়ে তার উপর আঠা দিয়ে লিখাটি লাগিয়ে নিতে হবে। সোল্ডারিং আয়রন গরম করে লিখা বরাবর একটু পর পর ছিদ্র করতে হবে।
২। প্রত্যেকটি ছিদ্রে একটি করে এলইডি লাগাতে হবে। তার পর সকল এলইডি গুলি এনোড বা পজিটিভ প্রান্ত তারের মাধ্যমে একত্র করে একটি তার বের করতে হবে। এবং সকল এলইডির ক্যাথোড বা নেগেটিভ প্রান্ত একত্র করে আর একটি তার বের করতে হবে।
৩। তার পর উপরের সার্কিট ডায়াগ্রাম অনুসারে এলইডি গুলির পজিটিভ প্রান্ত ৫ ভোল্টের সাথে এবং নেগেটিভ প্রান্ত ট্রানজিস্টরের কালেক্টর (২ নং পিন) এর সাথে সংযোগ করতে হবে। ট্রানজিস্টরের গায়ের লিখা সামনের দিকে ধরলে হাতের বাম দিকে ইমিটার (১ নং পিন) তার পর কালেক্টর (২ নং) এবং সর্ব ডানের পিনটি বেইজ (৩ নং)।
৪। ক্লক জেনারেটর সার্কিটি একটি টাইমার আইসি NE555 এর মাধ্যমে বানানো হয়েছে, যা ইক্যাড ক্লাসে দেখানো হয়েছে। উক্ত সার্কিটি ভেরো বোর্ড়ে তৈরিকরে নিতে হবে।
৫। ডায়াগ্রামে R1 resistor এর মান বিভিন্ন দেয়া হয়েছে এলইডির সংখ্যার উপর ভিত্তি করে।
- এলইডি ১০ থেকে ৫০ হলে R1=100K
- এলইডি ৫১ থেকে ১০০ হলে R1=47K
- এলইডি ১০১ থেকে ২০০ হলে R1=10K
- এলইডি ২০১ থেকে ৩০০ হলে R1=1K
৬। ভ্যারিয়েবল রেজিস্টর টি মাঝামাঝি অবস্থানে রেখে সার্কিটে পাওয়ার দিতে হবে। তার পর একটি স্ক্রু ড্রাইভার দিয়ে ডান দিকে ঘুরালে আলো কমবে আর বাম দিকে ঘুরালে আলো বাড়বে। তোমার প্রয়োজন মত এর মান সেট করে নাও।
আজ এই পর্যন্ত ই আগামি পর্বে বাহিরের এনিমেশন নিয়ে আলোচনা করব।
1 comments:
thank you?
Post a Comment