আজকের প্রযেক্টি যারা নতুন ইলেকট্রনিক্সের কাজ শিখছ তাদের জন্য। আমরা খুব সহজে এবং কম খরচে একটি ড্রিম লাইট বা ইলেক্ট্রিসিটি ইন্ডিকেটর বানাতে পারি। চল প্রথমে দেখি এটা বানাতে কিকি লাগবে।
১। একটি মোবাইলের নষ্ট চার্জার।
২। ৩ টি 1M ohm এর রেজিস্টর।
৩। লাল,নীল এবং সবুজ রং এর ১টি করে মোট ৩টি LED ।
৪। অল্প একটু তার।
সারর্কিট ডায়াগ্রামঃ
প্রথমে নষ্ট মোবাইলের চার্জার টি স্কু ডাইভার দিয়ে খুলে ফেলতে হবে। এবং এর সার্কিট টি বের করে রাখতে হবে। অনেক চার্জারে সার্কিট এবং চার্জারের পিন তার দিয়ে সংযোগ করা থাকে সেই ক্ষেত্রে পিনের সাথে তার সংযুক্ত রেখে শুধু সার্কিট টি খুলে ফেলতে হবে।
এখন সল্ডারিং আয়রন গরম করে চার্জারের বাক্সের উপরের পার্ট টিতে তিনটি ফোঁটা করতে হবে। বাহিরের দিক থেকে ফুটা করলে প্লাস্টিক ফুলে উঠতে পারে তা এন্টিকাটার দিয়ে কেটে সমান করে নিতে হবে।
তার পর লাল, নীল, সবুজ এলইডি তিনটি চার্জারের বাক্সের উপরের পার্ট টিতে লাগাতে হবে।
এবার এলইডি গুলির ক্যাথোড বা ছোট পা গুলি একত্রে সল্ডারিং করে একটি পয়েন্ট বানাই।
এখন এলইডি গুলির প্রত্যেকটির এনোড বা লম্বা পায়ের সাথে একটি করে 1M ohm ১ মেঘা ওহম মানের রেজিস্টর সোল্ডারিং করতে হবে। এবং রেজিস্টর তিনটির উপরের প্রান্ত একত্রে সোল্ডারিং করে আর একটি পয়েন্ট বানাতে হবে।
চার্জারের বাক্সের নীচের পার্ট টিতে যদি তার না-থাকে তাহলে ছোট দুটি তার সোল্ডারিং করে বের করতে হবে।
এবার নীচের ছবির মত তার দুটি এক প্রান্ত রেজিস্টের সাথে এবং অন্য প্রান্ত এলইডি গুলি কমন বা ক্যাথোড গুলি যেখানে একসাথে করা হয়েছে তার সাথে সংযুক্ত করতে হবে।
চার্জারের ক্যাসিং ভাল করে লাগিয়ে দিলে দেখতে এমন লাগবে।
এখন চার্জার টি ২২০ ভোল্টের টুপিন সকেটে লাগিয়ে রুমের বাতি নিভিয়ে দাও আর বল ইয়া হু..................
ড্রিম লাইট বানিয়ে কেমন লাগল তা আমাকে কমেন্টস করে জানাতে ভুলনা।
1 comments:
Sir its so so so nice...
Post a Comment