Let's make a Variable Power Supply for lab use


প্রয়োজনীয় উপকরনঃ
1. 12V 1or 2 A Transformer 
2. PN Junction Diode     4 pcs
3.Capacitor   1000uF/35 or 50V      1pc

4.Capacitor   10uF/35 or 50V      1pc
5.Capacitor   104PF/0.1uF     1pc
6. Resistor     240 ohm     1pc
7. Variable Resistor  5k ohm   1pc
8. IC LM317T  1pc
9. Varo Bord  a little pc

আমরা এই সার্কিট এ ইনপুট হিসাবে ২৪ ভোল্ট দিব। ভাবতেছ ২৪ ভোল্ট কোথায় পাব? কোন চিন্তা নাই
তোমরা যারা আগের ৫ ভোল্টের এর সার্কিট টি বানিয়েছ তারা Transformer এর Secondary হতে দুটি তার  ব্যবহার করেছ যা থেকে ১২ ভোল্ট পাওয়া যায়।এখন আমরা Transformer এর Secondary এর দুই পাশের দুটি তার ব্যবহার করব যাতে ২৪ ভোল্ট পাওয়া যাবে। তবে অবশ্যই একটি Bridge Rectifier ও একটি 1000uf/35V Capacitor ব্যবহার করে ২৪ ভোল্ট এসি কে ডিসিতে রূপান্তর করে নিতে হবে। তারপর তা এই সার্কিটের input হিসাবে ব্যবহার করতে হবে।
আর এখানে উল্লেখিত 5k ohm resistor টি একটি variable resistor যার দ্বারা output voltage এর মান set করা হয়। অর্থাৎ তোমার যখন যত volts প্রয়োজন তা এই resistor টি ঘুড়িয়ে set করে নিতে হবে।

সার্কিটি বানাতে কোন সমস্যা হলে কমেন্টস করে জানাবে।

0 comments:

Post a Comment